বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা

0
60

স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে আগে আজ আগে ব্যাট করে ৪২৮ রানের পাহাড় গড়েছে প্রোটিয়ারা। বিশ্বকাপের যেকোনো আসরে এটিই দলীয় সর্বোচ্চ ইনিংস। এর আগের রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রান করেছিল অজিরা। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে এইডেন মার্করাম-কুইন্টন ডি কক-ভান ডুসেনের সেঞ্চুরিতে।

বড় স্কোরের দিনে বিশ্বকাপের রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন এইডেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার। ৪৯ বলে পৌঁছে গেছেন সেঞ্চুরির মাইলফলকে। এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়ান। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে শতরান করেছিলেন এই আইরিশ ব্যাটার। দীর্ঘ এক যুগ পর আবার রেকর্ড গড়লেন মার্করাম।

এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন আরও দুই প্রোটিয়া ব্যাটার। ওপেনার কুইন্টন ডি কক করেছেন ৮৪ বলে ১০০। আর রাসি ভ্যান ডার ডুসেন ১১০ বলে খেলেছেন ১০৮ রানের ইনিংস। আর এই ত্রয়ীর সেঞ্চুরিতে ভর করে এদিন বিশ্বকাপের আরও এক নতুন রেকর্ড করেছে তারা। আজ ৪২৮ রান করে তাদের ছাড়িয়ে গেল প্রোটিয়ারা। ডি কক, ভ্যান ডার ডুসেন এবং মার্করামের সেঞ্চুরি ছাড়াও এদিন আলো কেড়েছেন ডেভিড মিলার। নিজের ২২ বলের ছোট ইনিংসে করেছেন ৩৯ রান।

বল হাতে লঙ্কানরা এদিন ছিল অসহায়। দলের সবচেয়ে সফল বোলার দিলশান মাদুশাঙ্কা দুই উইকেট পেলেও ৮৬ রান খরচা করেছেন। কাসুন রাজিথা ১ উইকেট পেলেও দিয়েছেন ৯০ রান। মাথিশা পাথিরানা এবং দুনিথ ওয়েল্লালাগে দুজনে রান দিয়েছেন যথাক্রমে ৯৫ ও ৮১।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here