নিজস্ব প্রতিবেদকঃ ভারত বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও প্রকাশ করে বিসিবি। সেখানে বিশ্বকাপে বাংলাদেশের জার্সি উন্মোচন করেন দলে সুযোগ পাওয়া খেলোয়াড়েরা।
বিশ্বকাপে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ। তবে চোটের কারণে নেই সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিশ্বকাপে সাকিবের সহকারী নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়কত্বে অভিষেক হয়েছে বাঁহাতি এই ব্যাটারের। এর আগে ঘরোয়া ক্রিকেট ও বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত।
বিশ্বকাপ দলে ওপেনিংয়ে তামিম ইকবালের পরিবর্তে আছেন তানজিদ হাসান তামিম। দলে ওপেনার দুজন, লিটন দাস-তানজিদ হাসান। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দলে অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদী। বাঁহাতি স্পিনে আছেন নাসুম আহমেদ। আছেন পাঁচ পেসার। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। তবে তৃতীয় ওপেনার নেই, আর সেটি ভোগাতে পারে বাংলাদেশকে।
এদিকে বিশ্বকাপে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া শান্ত বেশ রোমাঞ্চিত। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ হারের পর এই টপ অর্ডার ব্যাটার বাংলাদেশকে ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি বিশ্বকাপেও সহ-অধিনায়ক হিসেবে উপভোগ করবেন।
বাংলাদেশের বিশ্বকাপ দল- সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post