বিশ্বকাপে সেরা হওয়ার স্বপ্ন দেখেন মিরাজ

0
16

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ আয়োজন করেছিল ২০১৬ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ। সেই আসরে সেরা খেলোয়াড় হয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। এবার আসল বিশ্বকাপেও সেরা হওয়ার স্বপ্ন দেখেন কি না? শনিবার আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু করার পর মিরাজকে এমন প্রশ্ন করা হয়েছিল।

ধর্মশালায় আফগানদের বিপক্ষে বলে-ব্যাটে উজ্জ্বল মিরাজ জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার। বল হাতে ৩ শিকারের পর ব্যাট হাতে দারুণ এক ফিফটি হাঁকান তিনি। সংবাদ সম্মেলনে মিরাজ বিশ্বকাপ সেরা খেলোয়াড় হওয়া প্রসঙ্গে বলেন, ‘বড় টুর্নামেন্টে যদি অলরাউন্ড পারফর্ম করতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক বড় অর্জন হবে, দলের জন্যও হবে। অবশ্যই, সে (টুর্নামেন্ট সেরা হওয়ার) স্বপ্ন তো থাকেই।’

এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব তিনি দিয়েছেন অধিনায়ক সাকিব আর টিম ম্যানেজমেন্টকে। মিরাজ বলেন, ‘অসাধারণ এক মুহূর্ত আমার জন্য। অতীতে প্রচুর পরিশ্রম করেছি আমি। টিম ম্যানেজমেন্টকে কৃতিত্ব দিতে হবে কারণ তার আমার ওপর আস্থা রেখেছিল। বোলিংয়ের সময় আমি কিছুটা দ্বিধায় ছিলাম। অধিনায়ক (সাকিব) আমাকে বলেছে কেবল সঠিক জায়গায় বল করে যেতে। তিনি আমাকে বলেছেন ধারাবাহিক থাকতে এবং নিজের পারফরম্যান্সে মনোযোগ দিতে। তাই কৃতিত্ব দিতে হবে তাকে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here