স্পোর্টস ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু হতে চলেছে ভারতের। বুধবার নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ডে আইরিশদের বিপক্ষে টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ টস হেরে আগে ব্যাট করবে আয়ারল্যান্ড।
এই ম্যাচে একাদশে জায়গা হয়নি যশস্বী জয়সওয়াল বা সাঞ্জু স্যামসন কারোরই। সে হিসেবে ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গী হচ্ছেন বিরাট কোহলিই। এছাড়া দুই স্পিনার ও তিন পেসার নিয়ে নামছে ফেবারিটরা। অক্ষর প্যাটেলের সঙ্গে হাত ঘুরানোর দায়িত্ব পালন করবেন রবীন্দ্র জাদেজা। আর পেসারত্রয়ীর ভূমিকায় জাসপ্রীত বুমরাহ-আর্শদীপ সিং-মোহাম্মদ সিরাজ। সাথে পেস অলরাউন্ডার হিসেবে খেলছেন হার্দিক পান্ডিয়া ও শিবাম দুবে।
এদিকে আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতে বরাবরের কঠিন প্রতিপক্ষ। কিছুদিন আগেই পাকিস্তানকে তারা হারিয়েছে। যদিও তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে হেরেছে পল স্টার্লিংয়ের দল। এখন পর্যন্ত ভারত ও আয়ারল্যান্ড ৮টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যেখানে ভারতের জয় ৭টিতে। আর একটি ম্যাচে কোন ফল আসেনি। আজকের ম্যাচে সেরা একাদশ নিয়েই মাঠে নেমেছে আইরিশরা। পেস আক্রমণে আছে আইপিএল মাতানো জশুয়া লিটল। টসের সময় দলটির অধিনায়ক স্টার্লিং বলেন, ‘বেশ ভালো প্রস্তুতি নিয়ে এসেছি, আমরা সম্প্রতি নেদারল্যান্ডে ছিলাম (ত্রিদেশীয় সিরিজের জন্য)। আমাদের দলে প্রচুর ম্যাচজেতানো ক্রিকেটার আছে, তারা দিনটিতে দেখাতে চায়। আমরা পরিস্থিতির মূল্যায়ন করতে চেয়েছি।’
ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং ও মোহাম্মদ সিরাজ।
আয়ারল্যান্ড একাদশ– পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ড্রু বালবির্নি, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জশুয়া লিটল ও বেঞ্জামিন হোয়াইট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post