বিশ্বকাপ অভিষেকে মুস্তাফিজ-রাজ্জাকের পাশে সাকিব

0
9

নিজস্ব প্রতিবেদকঃ শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক হলো তানজিম হাসান সাকিবের। সোমবার দিল্লিতে চলতি বিশ্বকাপে প্রথমবার মাঠে নামার সুযোগ পান ডানহাতি এই পেসার। টানা ৭ ম্যাচ ডাগআউটে বসা এই পেসার অভিষেকে দ্যুতি ছড়িয়েছেন। লঙ্কানদের ৩ উইকেট শিকার করেছেন সাকিব।

অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ২৭৯ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। সেঞ্চুরি হাঁকিয়েছেন দলটির ব্যাটার চারিত আসালাঙ্কা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নিয়েছেন বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা সাকিব। এজন্য অবশ্য তার খরচ ৮০ রান। বিশ্বকাপ অভিষেকে বাংলাদেশের হয়ে সেরা বোলিং ফিগারদের একটিতে এখন ডানহাতি এই পেসারের নাম।

২০০৭ বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন আব্দুর রাজ্জাক। পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ৩৮ রান খরচ করে তিনি নেন ৩ উইকেট। ২০১৯ বিশ্বকাপে নিজের খেলা প্রথম ম্যাচে ৬৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওভালে এই রেকর্ডে নাম লেখাল বাঁহাতি এই পেসার।

এরপর চলতি বিশ্বকাপে শেখ মেহেদি নিজের অভিষেক ম্যাচে ৭১ রান খরচ করে নিয়েছিলেন ৪ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালায় এই রেকর্ড গড়েন তিনি। আর আজ মুস্তাফিজ-রাজ্জাক-মেহেদিদের তালিকায় নাম লেখালেন সাকিব। ৮০ রান দিয়ে ৩ উইকেট নেন ডানহাতি এই পেসার। এর আগে গত সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে এশিয়া কাপ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here