স্পোর্টস ডেস্ক:: ভারতে অনুষ্টিত হতে যাওয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। তার আগে ঘরের মাঠে হওয়া এশিয়া কাপও জিতবে দলটি। পাকিস্তানের তরুণ পেস তারকা শাহীন শাহ আফ্রিদীর মতো দু’টি আসরের চ্যাম্পিয়ন হবে তার দল।
আইসিসির ইভেন্ট ছাড়া ভারতে খেলার সুযোগ মিলে না পাকিস্তানের। আগামি ওয়ানডে বিশ্বকাপে তাই দেশটির কন্ডিশন চ্যালেঞ্জ হবে পাকিস্তানের জন্য। পাকিস্তানের সাবে ক্রিকেটাররা এমন মন্তব্য করেছিলেন। শাহীন আফ্রিদী তার জবাবে বলেছেন, কন্ডিশন মানিয়ে নিতে খুব একটা কষ্ট হবে না। তারা দ্রুতই মানিয়ে নেবেন।
ওয়ানডেতে রীতিমতো উড়ছে পাকিস্তান। আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ের প্রথমবারের মতো শীর্ষে উঠেছে দলটি। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টানা চার ম্যাচ হারিয়েছে। পাঁচ ম্যাচের সিরিজের কিউদের হোয়াইটওয়াশ করার মিশনে আছে বাবর আজমের দল।
পঞ্চম ম্যাচ মাঠে গড়ানোর আগে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহীন আফ্রিদী নিজেদের বিশ্বকাপ ও এশিয়া কাপ জেতার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘আল্লাহ চাইলে আমরা এবার বিশ্বকাপ আর এশিয়া কাপের ফাইনাল জিতব।’
ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। দেশটির কন্ডিশন তাদের জন্য ‘কঠিন’ হবে না জানিয়ে আফ্রিদী আরো বলেন, ‘ভারতের কন্ডিশন আমাদের জন্য খুব বেশি আলাদা হবে না। বিশ্বকাপে আমরা সেটার সুবিধা নিতে চেষ্টা করব।’
বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে চান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই প্রতিপক্ষকে চেপে ধরতে চান আফ্রিদী। নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘আমি তিন বিভাগেই ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post