বিশ্বকাপ-এশিয়া কাপে সাকিব দাপুটে পারফর্ম না করলে অবাক হবোঃ ওয়াটসন

0
50

স্পোর্টস ডেস্কঃ সামনেই এশিয়া কাপ। যেখানে বিতর্ক কাটিয়ে সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ খেলা নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবে সেই দায়িত্ব। দলে রয়েছে বিভিন্ন সমস্যা। পারফর্মেন্স সমস্যা যেখানে সবচেয়ে বড়। মূলত ক্রিকেটারদের টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ের পারফর্মেন্স হতাশাজনক।

এবারের এশিয়া কাপ দিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বিসিবি। অন্য যত বিতর্কই থাকুক না কেন, সাকিবের নেতৃত্বে দল যে অনেকটাই চাঙা হয় সেটা খুব পরিষ্কার। অধিনায়ক হয়ে দলে ফিরেছেন সাকিব। তাই তার কাছে বাড়তি আশা বিসিবির। পুরো দেশের ক্রিকেটভক্তরাও চেয়ে আছে সেদিকে।

শুধুমাত্র দেশের মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ নয়। সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন আশা করছেন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব ভালো পারফর্মেন্স না করলে অবাক হবেন তিনি। এই অজি কিংবদন্তী মনে করেন, সাকিবের নেতৃত্বে উজ্জীবিত হবে দল।

শেন ওয়াটসন বলেন, ‘সাকিবের মতো একজন কোয়ালিটিফুল নেতা যখন দায়িত্ব পায়, এটা তাদের দলগতভাবে আরও পুনরুজ্জীবিত করবে। সে খুবই অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশকে আগেও নেতৃত্ব দিয়েছে সে। এমনকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে বিপিএলে।’

‘চাপের মধ্যে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। তার প্রমাণ করার একটা বিষয় আছে। যখন কোনো ক্রিকেটার নিজেকে প্রমাণ করার ইচ্ছা থাকে, তখন তারা দাপুটে পারফর্ম করে থাকে। সে যদি এশিয়া কাপ ও বিশ্বকাপে দাপুটে ক্রিকেট না খেলে, তাহলে আমি অনেক অবাক হবো।’ যোগ করেন ওয়াটসন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here