বিশ্বকাপ ও ইউরো জেতা সিলভা বিদায় বললেন ফুটবলকে

0
106

স্পোর্টস ডেস্কঃ ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপের পর ২০১২ ইউরো জিতে সময়ের সেরা দল হয়ে উঠেছিল স্পেন। ‘তিকিতাকা’র জাদুতে ফুটবলপ্রেমীদের মোহিত করে রেখেছিল স্প্যানিশরা। সেই সময়ের স্পেন দলের অন্যতম সেরা একজন ছিলেন ডেভিড সিলভা। তারকা এই ফুটবলার ২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলার আগে স্পেনের হয়ে ১২৫ ম্যাচ খেলে গোল করেন ৩৫টি।

জাতীয় দলের হয়ে সিলভা ২০১০ সালে জেতেন বিশ্বকাপ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পান ২০০৮ ও ২০১২ সালে। এবার তিনি পেশাদার ফুটবলকে বিদায় বললেন। মারাত্মক চোটের কবলে পড়ে ৩৭ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। প্রাক-মৌসুমে চলতি মাসের শুরুতে রিয়াল সোসিয়েদাদের হয়ে অনুশীলনে বাম হাঁটুতে মারাত্মক চোট পান সিলভা।

চোটে শেষ করে দিল সিলভার ক্যারিয়ার। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় অবসরের কথা জানান তিনি। ২০১০ সালে তিনি যোগ দেন প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে। এক দশক ইংল্যান্ডে কাটিয়ে স্পেনে ফেরেন তিনি। ২০২০ সালে নাম লেখান সোসিয়েদাদে। লা লিগার ক্লাবটির হয়ে কোপা দেল রে শিরোপা জেতেন একবার। এরপর এই দলের খেলোয়াড় থাকা অবস্থায় জানালেন ফুটবলকে বিদায়।

বিদায়ী বার্তায় সিলভা বলেন, ‘আজ আমার খারাপ লাগার একটি দিন। আমার পুরোটা জীবন যেখানে (ফুটবলে) উৎসর্গ করেছি, সেটিকে বিদায় বলার সময় এসেছে আজ। সময় এসেছে সহকর্মীদের বিদায় জানানোর, যারা আমার পরিবারের মতো। তোমাদের খুব মিস করব আমি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here