নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলকে বিদায় বলেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার হুট করে অবসর নেওয়া এই ওপেনারের বিষয়ে রাতে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। রাজধানীর একটি হোটেলে রাতে বিসিবি জরুরী সভা শেষে গণমাধ্যমকে তিনি জানিয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার কথা বলেছিলেন তামিম।
রাতে গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন, ‘পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকবে সে বলেছিল। এছাড়া মাশরাফী, সাকিব, তামিম, রিয়াদ, মুশফিক এই সিনিয়র পাঁচজন ক্রিকেটার না থাকলে এই জায়গায় বাংলাদেশ আসতো না। আমি সবসময় বলেছি আমাদের বেস্ট ওপেনার তামিম। বেস্ট ব্যাটার মুশফিক। বেস্ট খেলোয়াড় সাকিব। সবসময় বলেছি আমি।’
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা জানানোর পর তামিমের সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারেননি বোর্ড প্রধান। পরে বাংলাদেশ দলের ম্যানেজার ও তামিমের বড় ভাই নাফীস ইকবালের কাছে বার্তা পাঠিয়ে অন্তত আফগানিস্তান সিরিজ খেলার আহবান করেন তিনি। যদিও তাতে কোন সাড়া মেলেনি। বিসিবির পক্ষ থেকে তামিমকে ফেরানোর আহ্বান করা হয়েছে কী না এই প্রশ্নে উত্তর দিয়েছেন বোর্ড সভাপতি।
পাপন বলেন, ‘সকাল থেকে চেষ্টা করেছি, পাচ্ছি না। নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি। আমার সঙ্গে এখন অবধি যোগাযোগ হয়নি। তখন আমি নাফিজের কাছে একটা মেসেজ পাঠাই। তার সংবাদ সম্মেলনের পর। আমি বলেছি, তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক। এরপর আমরা বসে ঠিক করব কী করা যায়। তার মতো কিংবদন্তি ক্রিকেটার এমন করা ঠিক হচ্ছে না। তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ইতোমধ্যে প্রকাশ হয়েছে বিশ্বকাপ সূচি। বাংলাদেশ দল ৫০ ওভারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে আফগানিস্তানের বিপক্ষে। এই বছর ভারতে বৈশ্বিক আসরে খেলার পর ২০২৫ সালে পাকিস্তান আয়োজক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। এফটিপি অনুযায়ী পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post