বিশ্বকাপ খেলতে চান আর্চার

0
7

স্পোর্টস ডেস্কঃ একের পর এক ইনজুরিতে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে জোর্ফ্রা আর্চার। শুরুতে কনুই, পরবর্তীতে কোমরের চোটে এক বছরেরও বেশি সময় ধরে মাঠের বাইরে এই তারকা পেসার। গেল বছরের মার্চে খেলেছিলেন সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট। এরপর আর মাঠে নামতে পারেননি।

মাঝে একাধিক বার অস্ত্রোপচার করেছেন, পুনর্বাসনে অংশ নিয়েছেন। ফেরার জন্য ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ খেলতে নামেন। কিন্তু ফের ইনজুরিতে পড়েন। ঠিক কবে ফিরতে পারবেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার, জানেন না কেউই। এমনও তো হয়েছিল, ক্রিকেটেই আর ফিরতে পারেন কিনা সেই শঙ্কা দেখা দিয়েছিল।

তবে আপাতত সেটি উড়িয়ে দিয়েছেন আর্চার। ক্যারিবিয়ান বংশদ্ভোত এই ইংলিশ ক্রিকেটার জানিয়েছেন, ফেরার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি। প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে দ্রুত ফেরা যায়। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে খেলতে চান তিনি।

এই প্রসঙ্গে আর্চার বলেন, ‘ক্রিকেটকে আমার অনেক কিছু দেওয়ার বাকি আছে। গেল মার্চে ইংল্যান্ড দলের উইন্ডিজ সফরে যখন প্রথম ব্যাথা পাই, তখন সেভাবে এটাকে পাত্তা দেয়নি। পেসার হিসেবে আপনি সবসময় ঝুঁকির মধ্য দিয়েই যাবেন। চেষ্টা করছি দ্রুত কিভাবে মাঠে নামতে পারি। সেপটেম্বরের মধ্যেই পুরোদমে বোলিং শুরুর চিন্তাভাবনা করছি। ভুলে গেলে চলবে না, বিশ্বকাপ শুরু হচ্ছে অক্টোবরে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here