স্পোর্টস ডেস্ক:: স্বপ্নের ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি। বিসিবি জানিয়েছে, সিলেট এক্সপ্রেসের আগামি টি-২০ বিশ্বকাপ খেলারও সম্ভাবনা নেই। তবে এবাদত হোসেন হাল ছাড়ছেন না। মিরপুরের হোম অব ক্রিকেটে চালিয়ে যাচ্ছেন ‘কঠোর’ পুর্নবাসন প্রক্রিয়া। ফিরতে চান বিশ্বকাপের আগেই, খেলতে যান টি-২০বিশ্বকাপ।
হোম অব ক্রিকেটে পূর্নবাসন প্রক্রিয়ায় থাকায় সিলেটের এবাদত জানিয়েছেন, তিনি বিশ্বকাপ খেলতে চান।সেই লক্ষ্যে কাজ করছেন। দ্রুতই বোলিং শুরু করার চেষ্টাও করছেন তিনি। বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না এই পেসার্
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালে চট্টগ্রামে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। এরপর এশিয়া কাপ, বিশ্বকাপ মিস করেছেন। মিস করেছেন একাধিক সিরিজও। লন্ডনে অস্ত্রোপাচার শেষে আছে পুর্নবাসন প্রক্রিয়ায়।
শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটেও খেলার সুযোগ নেই তার।চোটে থাকা বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও নাম তুলা হয়নি সিলেটের এই পেসারের। বিসিবির মেডিকেল বিভাগ আগেই জানিয়ে দিয়েছে, বিশ্বকাের আগে ফিট হবেন না এই পেসার।
তবে এবাদত আশা ছাড়তে নারাজ।নিজের মতো করে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বকাপের আগে ফিরে বিশ্বকাপ খেলতে চান জানিয়ে শনিবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো আশা করি বিশ্বকাপের আগেই ফিরব, ইন শা আল্লাহ।’
গত বছরের জুলাইয়ে আফগান সিরিজে চোটে পড়েন। এরপর আগস্টে লন্ডনে অপারেশনও করান। পুর্নবাসন প্রক্রিয়ায় থাকা এই পেসার বলেন, ‘যেভাবে যাচ্ছে খুব ভালো যাচ্ছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেভাবে মেডিকেল বিভাগ সাপোর্ট দিচ্ছে, রিহ্যাবটা খুব ভালো করছি। স্ট্রেন্থ ফিরে পাচ্ছি। সেন্ডফিডে কাজ করছি, স্ট্রেন্থ করছি। আশা করি সামনে ভালো কিছুই হবে।’
এবাদত বলেন, ‘তাড়াহুড়ো আমিও করছি না। আমি যে প্রসেস ফলো করছি, যেই প্রসেসে খুব ভালোভাবে এগোচ্ছি। গত পরশুদিন আমার দুই পায়ের মাপ নেওয়া হয়েছে, মাসলের। আলহামদুলিল্লাহ, খুব ভালোই রিকভার হয়েছে। এই জন্যই মনে হচ্ছে, কষ্ট যেটা করছি সেটার ফলটা খুব ভালো পাচ্ছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post