স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মার্কিন মুল্লুকে পৌঁছাল বাংলাদেশ দল। টেক্সাসের হিউসটনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টা ২০ মিনিটে আমেরিকার মাটিতে পা রাখেন শান্ত-সাকিব-তাসকিনরা।
এর আগে গেল ১৫ মে মধ্যরাত সোয়া ১টার দিকে বাংলাদেশ ত্যাগ করেন রিয়াদ-হৃদয়-লিটনরা। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পা রাখলেন তারা। এই টেক্সাসেই স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ২১, ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। বিশ্বকাপের আগে সেই দেশের কন্ডিশনে মানিয়ে নেওয়ার দারুণ সুযোগ সিরিজটি।
অবশ্য এরপর দুটি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচও খেলবে দুই দল। বাংলাদেশের হিসেবে আগামী ২ জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এবারের আসরের আয়োজক যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরে গ্রুপ ‘ডি’তে রয়েছে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post