বিশ্বকাপ খেলে অবসরে যাবেন আফগানিস্তানের নাভিন

0
142

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন আফগানিস্তানের বোলার নাভিন উল হক। ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন ডানহাতি এই পেসার। বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন তিনি নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে নাভিন লিখেন, ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলাটা আমার কাছে সব সময়েই একটা গর্বের বিষয়। তবে এই বিশ্বকাপ শেষ হলেই আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিতে চলেছি। নীল রংয়ের এই জার্সিতে আগামী দিনে আমি দেশের হয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটই খেলতে চাই।’

নাভিন আরও বলেন, ‘এই সিদ্ধান্তটা আমার কাছে খুব একটা সহজ ছিল না। তবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে আরও দীর্ঘায়িত করার লক্ষ্যেই আমাকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এবং আমার ভক্তদের আমার পাশে থাকার জন্য এবং আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চাই।’

আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত মাত্র ৭টি ওয়ানডে খেলেছেন নাভিন। সবশেষ এশিয়া কাপে সুযোগ না পেলেও বিশ্বকাপের দলে আছেন তিনি। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফেরানো হয়েছে তাঁকে। এর আগে ২০১৬ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে তাঁর অভিষেক হয়। তিনি শেষ বার জাতীয় দলের হয়ে ২০২১ সালে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here