বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারে বাংলাদেশ- সুজন

0
70

স্পোর্টস ডেস্কঃ ৬ মাস বা এক বছর সময় দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতা সম্ভব বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। বুধবার গণমাধ্যমের সাথে আলাপকালে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক ও বাংলাদেশের এই টিম ডিরেক্টর। যদিও চলমান এশিয়া কাপের গ্রুপ পর্বও উতরাতে পারে নি সাকিব আল হাসানের দল। সব ম্যাচ হেরে এরই মধ্যে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এমন ভরাডুবির পরও দলের ওপর অগাদ বিশ্বাস সুজনের।

সুজন বলেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। এই ফরম্যাটের কারণে অনেকে আমাদের তাচ্ছিল্য করে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি, আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। ’

ব্যাটারদের কাছ থেকে সাহসিকতা দেখতে চান সুজন। সাহস নিয়ে ব্যাটিং করে দ্রুত আউট হলেও তাতে আপত্তি নেই তার, ‘আমি চাই ব্যাটসম্যানরা সাহসিকতা নিয়ে খেলুক। এই ফরম্যাটের জন্য স্বাধীনতা নিয়ে আগ্রাসী ক্রিকেটটাই খেলতে চাই আমরা। আর এমনভাবে খেলার সময় প্রথম বলে আউট হতেই পারে ব্যাটার, যদিও সেটায় কোনো সমস্যা দেখছি না আমি।’


এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here