স্পোর্টস ডেস্কঃ ১৯৮৬ সালে কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে বিশ্বকাপ জয়ের পর আর শিরোপা পাওয়া হয়নি আর্জেন্টাইনদের। এরপর ১৯৯০ সালে পশ্চিম জার্মানী ও ২০১৪ সালের ফাইনালে জার্মানীর কাছে পরাজিত হয়ে হতাশ হতে হয় আলবেসেলিস্তেদের। এবারের আসরে শিরোপার দাবিদারদের একটি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
এবারের বিশ্বকাপ হার দিয়ে শুরু করা আর্জেন্টিনা দারুণভাবে ফিরে এসেছে। গ্রুপ পর্বের বাকি ২ ম্যাচ দাপটের সঙ্গে জিতে নকআউটে জায়গা করে নেয় তারা। সেখানে অস্ট্রেলিয়াকে বিদায় করে জায়গা করে নেয় শেষ আটে। শেষ চারে ওঠার লড়াইয়ে গত শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জিতেছে লিওনেল মেসিরা। সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ ব্রাজিলকে বিদায় করা ক্রোয়েশিয়া। আগামীকাল (মঙ্গলবার) কোপা আমেরিকা চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ ক্রোয়াটরা।
সেমিফাইনাল লড়াইয়ের আগে ২০১৪ ও ২০২২ বিশ্বকাপের আর্জেন্টিনা দলের পার্থক্যও তুলে ধরলেন সাবেক জার্মানির অধিনায়ক ফিলিপ লাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ানে লেখা কলামে নিজের ভাবনার পেছনে যুক্তিও তুলে ধরেন তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল এই ডিফেন্ডারের নেতৃত্বাধীন জার্মানরা।
কাতারে এবার আর্জেন্টিনা দল প্রসঙ্গে লাম বলেন, ‘আমার মতে, এই বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাই ফেভারিট। ২০১৪ সালে ওরা যখন মারাকানার ফাইনালে আমাদের কাছে হেরেছিল, তখন মনে হতো সবকিছু সমাধানের জন্য মেসির সতীর্থরা ওর দিকেই তাকিয়ে থাকত। আর ২০২২ সালে ওরা মেসির জন্য খেলছে এবং সে তার মতো চেষ্টা করে যাচ্ছে। এই ধরনের গল্পগুলি খেলাধুলার বাইরে বাড়তি তাৎপর্য বহন করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০