স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে বুধবার সকালে পেরুর বিপক্ষে ২-০ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। প্রথমার্ধে ইন্টার মায়ামি ফরোয়ার্ডের জোড়া গোলেই জয় পায় লিওনেল স্কালোনির দল।
স্কালোনির হাত ধরে প্রতিদিনিই উন্নতি করছে আর্জেন্টিনা। ম্যাচ শেষে মেসি বলেন, ‘ম্যাচ পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, আমরা বেড়ে উঠছি। বিশ্বকাপ জয়ের পর আমরা আত্মবিশ্বাসী হলাম, আরও বেশি ঐক্যবদ্ধ এবং দৃঢ় হয়েছি। আশা করি, আমরা বেড়ে ওঠার ধারাবাহিকতায় থাকব। যদি ভালো একটা গ্রুপ থাকে এবং লকার রুমের আবহ খুব ভালো থাকে, তাহলে সবকিছু আরও বেশি সহজ হয়ে যায়। আমরা খেলাটা উপভোগ করছি এবং একসাথে সময় কাটাচ্ছি।’
এদিকে বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার জয়ে এখন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির আত্মবিশ্বাস তুঙ্গে। বিশ্বকাপজয়ী এই কোচের চাওয়া বাছাইয়ের সামনের পথচলায় দুর্বার গতিতে ছুটে চলা। ম্যাচ শেষে স্কালোনি বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল চালিয়ে যাওয়া, ঝিমিয়ে পড়া নয়, আমরা এই জয়ের ধারাবাহিকতা টেনে নিতে চাই।এটাই সর্বোত্তম। এটাই সব দলের জন্য, এমনকি জাতীয় দলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post