স্পোর্টস ডেস্কঃ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর থেকেই পুরো বিশ্ব মেতে আছে লিওনেল মেসির বন্দনায়। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। সাবেক থেকে বর্তমান ফুটবলারদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন ক্ষুদে জাদুকর। কিন্তু আর্জেন্টিনা দলে তার সাবেক সতীর্থ কার্লোস তেভেজ এখনও অভিনন্দন জানাননি মেসিকে।
মেসির ফোন নম্বর থাকলেও কেন তাঁকে অভিনন্দন জানাননি, এমন প্রশ্নে ৩৮ বছর বয়সী তেভেজের জবাব, ‘ওকে ফোন দিলেও হয়তো পেতাম না। ভীষণ ব্যস্ত ছিল, ফোন অভিনন্দন বার্তায় ভরে গিয়েছিল। তবে আমার সন্তানেরা আর্জেন্টিনার বিশ্বকাপ জয় আর মেসির প্রতিটি গোল উদ্যাপন করেছে।’
২০০৪ থেকে ২০১৫ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে ৭৬ ম্যাচ খেলা তেভেজ গত শনিবার বুয়েনস এইরেস ভিত্তিক রেডিও স্টেশন ‘রেডিও মিত্র’ এর সঙ্গে আলাপচারিতায় বলেন, বিশ্বকাপ খুব একটা অনুসরণ না করলেও ফ্রান্সের ম্যাচ দেখেছেন তিনি। এ প্রসঙ্গে তেভেজ বলেন, ‘ফ্রান্সের খেলা আমি অনেক দেখেছি, কারণ তারা এমন একটা দল যাদের খেলা আমি পছন্দ করতাম।’
আর্জেন্টিনার হয়ে ১৩ গোল করা তেভেজ ২০১৫ সালের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। আলবিসেলেস্তেদের হয়ে মেসির অভিষেকের কয়েক বছর পরও তেভেজই ছিলেন দলের সবচেয়ে বড় তারকা। দুজনে জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলেছেন ৫০টির বেশি ম্যাচ।
গত বছরের জুনে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর আর্জেন্টিনার ক্লাব রোজারিও সেন্ট্রালের কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন তেভেজ। তবে দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় সরে দাঁড়ান সাবেক এই ফরোয়ার্ড। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের হয়ে ১৩টি শিরোপা জিতেছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০