স্পোর্টস ডেস্ক:: কাতার বিশ্বকাপে মানবাধিকার চরম লঙ্গন হয়েছে। অভিবাসী শ্রমিকদের প্রাণহানি ঘটেছে। বিশ্বকাপের আয়োজক দেশটি নানা বিধি নিষেধও আরোপ করেছে। এসবের প্রতিবাদ জানাতে জার্সিতে ‘সবার জন্য মানবাধিকার’ স্লোগান লিখে কাতারে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলো ডেনমার্ক। সেজন্য বিশ্বকাপের অনুশীলন জার্সিতে এই লিখা রাখতে ফিফাকে অনুরোধ করেছিলো দলটি।
তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ডেনমার্কের অনুরোধ প্রত্যাখান করেছে। ড্যানিশ ফুটবল এসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে। কাতারের বিশ্বকাপ ভেন্যুগুলো নির্মানে নিয়োজিত শ্রমিকদের মানবাধিকার লঙ্গন হয়েছে, অনেক শ্রমিকের প্রাণহানি ঘটেছে। কারো হয়েছে অঙ্গহানি। ২০২১সাল পর্যন্ত মাত্র ৩৭জন অভিবাসী শ্রমিকের মৃত্যুর তথ্য জানিয়ে ছিলো কাতার।
তবে বাস্তবে সেই সংখ্যা আরো বেশি। এ নিয়ে প্রতিবাদী হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো। ডেনমার্ক প্রতিবাদ স্বরুপ তাদের অনুশীলন জার্সিতে তাই লিখতে চেয়েছিলো ‘সবার জন্য মানবাধিকার’। সেজন্য তাদের কিট স্পন্সর প্রতিষ্ঠানগুলো জার্সিতে জায়গাও করে দেয় নিজেদের লগো সরিয়ে। কিন্তুু ফিফা ডেনমার্কের অনুরোধ প্রত্যাখান করলো।
ফিফা লিখতে প্রত্যাখান করলেও ডেনমার্ক তাদের বিশ্বকাপ জার্সিতে টিকই প্রতিবাদ জানিয়েছে। প্রথাগত ডিজাইন থেকে সরে শোক বার্তার ডিজাইনে ডিজাইন করেছে তাদের বিশ্বকাপ জার্সি। অস্পষ্ট করে দিয়েছে তাদের লগোও। ডেনমার্কের জার্সির প্রথাগত রং লাল নয়, ফিকে লাল করেছে হুমেল। দ্বিতীয় জার্সিটির রং দিয়েছে সাদা এবং তৃতীয় জার্সির রং দিয়েছে কালো। কালো রং শোকের প্রতীক।
আগামি ২২ নভেম্বর শুরু হবে ডেনমার্কের বিশ্বকাপ মিশন। ‘ডি’ গ্রুপে থাকা দলটির সেদিন প্রতিপক্ষ তিউনিসিয়া। এছাড়াও বর্তমান চ্যাম্পিয়ন্স ফ্রান্স ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে হবে ডেনমার্ককে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০0