স্পোর্টস ডেস্কঃ ব্রাজিল এখন আর একদমই নেইমার নির্ভরশীল নয়। এমনটাই জানিয়েছেন দলটির কোচ তিতে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামার আগে রোববার ব্রাজিল কোচ জানান, তারা এখন নেইমার বা আক্রমণের কোনো খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নন। কারণ হিসাবে জানাচ্ছেন ইতোমধ্যে অলিম্পিকজয়ী তরুণ ব্রাজিলিয়ানরা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছে।
এ বিষয়ে তিতে বলেন, ‘আমাদের একটি নতুন প্রজন্ম উঠে আসছে এবং আমি একটি ভালো কাজ করেছি, তা হলো অনেক খেলোয়াড়কে ঝালিয়ে দেখা। আমরা এখন আক্রমণের একজন খেলোয়াড়ের ওপর নির্ভরশীল দল নই।’
তিতে আরো যোগ করেন, ‘আমি দীর্ঘদিন ধরে জাতীয় দলের দায়িত্বে আছি এবং এই সময়ে আমি অনেক ভুল করেছি। কিছু ভালো সিদ্ধান্তও নিয়েছি।’
২০১০ সালে দেশের হয়ে অভিষেকের পর নেইমার এখন পর্যন্ত ১১৮ ম্যাচ খেলে ৭৩টি গোল করেছেন। ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলস্কোরারের তালিকায় তার ওপরে আছেন একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জেতা ফুটবল কিংবদন্তি পেলে (৭৭ গোল)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০