স্পোর্টস ডেস্ক:: টি-২০ বিশ্বকাপ মাত্র একবার জেতা হয়েছে পাকিস্তানের। ২০০৯ সালের পর থেকে আর শিরোপা জিততে পারেনি দলটি। এবার বিশ্বকাপ জিতলে অনন্য সম্মান পাবেন পাকিস্তানের ক্রিকেটাররা। রাজকীয় অতিথি হিসেবে হজ করার সুযোগ পাবেন তারা।
প্রতি বছর্ই পবিত্র হজের সময় সৌদী রাজার আমন্ত্রণে রাজকীয় সম্মানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ হজ পালনের সুযোগ পান। সৌদীতে নিযুক্ত পাকিস্তানে রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালিকি এক ভিডিও বার্তা পাকিস্তান দলকে জানিয়েছেন, বিশ্বকাপ জিততে পারলে রাজকীয় অতিথি হিসেবে হজ পালনের সুযোগ পাবেন তারা।
সৌদী আরব থেকে একটি ভিডিও বার্তা বাবর আজমদের কাছে পাঠিয়েছেন সাইদ আল মালিকিনি। তাতে তিনিবলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের প্রতি আমার বার্তা হলো, আল্লাহ চাইলে আপনারাই এই টুর্নামেন্ট জিতবেন এবং পাকিস্তানের জনগণ দলের ২০২৪ বিশ্বকাপ জয়ের সাফল্য উদযাপন করবে। পাকিস্তানের সমৃদ্ধি ও উন্নতির জন্য আমিও দোয়া করছি। ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আগামী বছর হজে রাজকীয় অতিথি হবে পাকিস্তান দল। ‘
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post