স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলেছেন ভারতের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এবার একই পথে হাঁটলেন রবীন্দ্র জাদেজাও। এই বাঁহাতি স্পিন অলরাউন্ডারও দিয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অবসরের কথা জানিয়েছেন জাদেজা।
জাদেজা লেখেন, ‘কৃতজ্ঞচিত্ত হৃদয়ে, আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাচ্ছি। দৃঢ় ঘোড়ার মতো গর্বের সাথে ছুটে চলা, আমি সবসময় আমার দেশের জন্য আমার সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফরম্যাটেও তা করতে থাকব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা ছিল স্বপ্ন পূরণ, আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ স্থান। অসংখ্য স্মৃতি, উচ্ছ্বাস এবং দৃঢ় সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’
এবারের বিশ্বকাপটা খুব একটা মনের মতো যায়নি জাদেজার। ব্যাট হাতে ৩৫ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন মাত্র ১ উইকেট। তবুও নিয়মিতই একাদশে ছিলেন। ভারতের টিম ম্যানেজম্যান্ট আস্থা হারায়নি তার উপর। তবে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার বুঝে গেছেন, নিজের সময় ফুরিয়ে এসেছে। এবার তাই বিশ্বকাপ জিতে, সেরা সময়েই বিদায় বলে দিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে। তবে চালিয়ে যাবেন বাকি দুই ফরম্যাটে খেলা।
টি-টোয়েন্টিতে ভারতের জার্সিতে ২০০৯ সালে অভিষেক হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। এই ফরম্যাটে খেলেছেন ৭৪টি ম্যাচ। ৪১ ইনিংসে ৫১৫ রান করার পাশাপাশি ৭১ ইনিংসে বল করে ৫৪ উইকেটও শিকার করেছেন। সময়ের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন। দুর্দান্ত অলরাউন্ডিং নৈপুণ্যে অনেকবারই নজর কেড়েছেন জাদেজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post