স্পোর্টস ডেস্কঃ ফেবারিট হিসেবে কাতার বিশ্বকাপে অংশগ্রহণ করছে স্পেন। দলের কোচ লুইস এনরিকে মনে করেন, তাদের ঘরেই যাবে বিশ্বকাপ ট্রফি। এটা সম্ভব না হলে লিওনেল মেসির আর্জেন্টিনার হাতেই যেন শিরোপা উঠে, চান স্প্যানিশ এই সাবেক তারকা।
এবারের বিশ্বকাপে স্পেন খেলবে ‘ই’ গ্রুপে। যেখানে কিনা আছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ও এশিয়ার অন্যতম জায়ান্ট জাপান। এর বাইরে কোস্টা রিকার মতো ভালো মানের দল আছে। আগামী ২৩ নভেম্বর কোস্টা রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন।
বিশ্বকাপ ট্রফি জয়ের ব্যাপারে এনরিকে বলেন, ‘যদি আমরা জিততে না পারি, আমি চাইব আর্জেন্টিনা জিতুক। মেসির মানের একজন খেলোয়াড়ের একটি বিশ্বকাপ ছাড়া অবসরে যাওয়া অন্যায় হবে। একই চাওয়া উরুগুয়ের ক্ষেত্রেও, সুয়ারেসের (লুই) জন্য।’
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন এনরিকে। সে সময় খুব কাছ থেকে দেখেছেন মেসি ও সুয়ারেসকে। গত মঙ্গলবার স্প্যানিশ এক টেলিভিশন চ্যানেলকে এর দেয়া ইন্টারভিউতে মেসি এনরিকে প্রসঙ্গে বলেছিলেন, ‘লুইস এনরিকে আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিলো। আমি অনেক খুশি তার প্রতি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০