স্পোর্টস ডেস্ক:: মাত্রই বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপ জয়ের পর প্রথম টি-২০ ম্যাচেই হেরে গেলো ভারতীয় দল। জিম্বাবুয়ে ১৩ রানের রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে ভারতের বিপক্ষে। হারারেতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অবশ্য দ্বিতীয় সারির দল পাঠিয়েছে।
ভারতের বিশ্বকাপ জয়ী দলের কোনো ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নেই। বিশ্বকাপে ট্রাভেল রিজার্ভ হিসেবে থাকা শুবমান গিল ও রিঙ্কু সিংই শুধু আছেন জিম্বাবুয়ে সফরের দলে। তবে তারা বিশ্বকাপের মূল স্কোয়াডে ছিলেন না।
দ্বিতীয়সারির দল পাঠালেও সেটা তো জাতীয় দলই। তাইতো বিশ্বকাপ জয়ী দলের বিপক্ষে জয়ের পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠে ছিলেন জিম্বাবুয়ের ক্রিকেটারররা। আগে ব্যাট করা জিম্বাবুয়ে মাত্র ১১৫ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা ভারত ১০২ রানে অলআউট হয়ে।
টস হেরে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় ৯ উইকেটে ১১৫ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে অপরাজিত থাকেন মাডান্ডে। ২৩ রান করেন মায়ার্স। ২১ রান আসে মাধভেরের ব্যাট থেকে।
ভারতের হয়ে লেগ স্পিনার বিষ্ণু ৪টি, ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট লাভ করেন।
১১৬ রানের টার্গেটে খেলতে নামা ভারত সিকান্দার রাজা ও টেন্ডাই চাতারার বোলিং তোপে মাত্র ১০২ রানেই গুটিয়ে যায়। শেষ ওভারে ১৬ রানের সমীকরণ মেলাতে পারেননি ওয়াশিংটন সুন্দর। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেছেন তিনি ৩৪ বলে। সর্বোচ্চ ৩১ রান করেছেন অধিনায়ক শুভমান গিল। ১৬ রান করেছেন আবেশ খান। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
জিম্বাবুয়ের হয়ে রাজা ও চাতারা ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post