বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আগার

0
131

স্পোর্টস ডেস্কঃ গতমাসে চোটে পড়া অ্যাস্টন অ্যাগার এখন ফিরতে পারেননি খেলায়। ফলে অজি এই স্পিনারের আর ভারতে যাওয়া হচ্ছে না। অর্থাৎ বিশ্বকাপ থেকে ছিটেকে গেছেন বাঁহাতি এই ক্রিকেটার। এমনটাই জানাচ্ছে অস্ট্রেলিয়ার গণমাধ্যম ফক্স স্পোর্টস।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক দলে ছিলেন আগার। তবে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে সিরিজে খেলতে পারেননি তিনি। এবার বিশ্বকাপেও খেলা হবে না তার। ফক্স স্পোর্টস জানিয়েছে, আগারের জায়গায় অস্ট্রেলিয়া দলে ঢুকতে পারেন আরেক স্পিনার তানভির সাঙ্গা।

২১ বছর বয়সী সাঙ্গা অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে ৭টি উইকেট নিয়েছেন। লাবুশেন অথবা ম্যাথু শর্টের ভাগ্যও খুলে যেতে পারে। প্রাথমিক দল থেকে বাদ পড়তে পারেন ট্রাভিস হেডও। সবশেষ দক্ষিণ আফ্রিকার সফরে হাতে চোট পান এই ব্যাটার।

আইসিসির বেধে দেওয়া নিয়মে দলগুলোর সুযোগ রয়েছে ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনার। ফলে আজ বৃহস্পতিবারের মধ্যেই অস্ট্রেলিয়ার নির্বাচকদের নিজেদের ১৫ জনের স্কোয়াডে পরিবর্তন আনতে হবে। দিতে হবে আনুষ্ঠানিক ঘোষণা।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ট্রাভিস হেড*, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, জন ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাশটন আগার*, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও শন অ্যাবট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here