বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা, চাকরি হারানোর শঙ্কায় মাশচেরানো

0
88

স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে যুব বিশ্বকাপে আর্জেন্টিনার দৌড় থামল শেষ ষোলোয়। নাইজেরিয়া অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে হেরে বাদ পড়েছে আলবেসেলিস্তেরা। গত রাতে তাদেরকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আফ্রিকান সুপার ঈগলরা।

বুধবার রাতে সান জোয়ান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে হয় নি কোনো গোল। তবে দ্বিতীয়ার্ধে ২ গোল হজম করে বাদ পড়ল আর্জেন্টিনা। যদিও এই টুর্নামেন্টে খেলার যোগ্যতা প্রথমে অর্জন করতে পারে নি দিয়েগো ম্যারাদোনা-লিওনেল মেসির উত্তরসূরিরা। তবে আয়োজক হওয়ায় মূল আসরে খেলার সুযোগ পায় তারা। তবে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই থামল আর্জেন্টাইনদের যাত্রা।

নাইজেরিয়ার হয়ে গোল দুটি করেন ইব্রাহিম বেজি মুহাম্মদ ও হালিরু সারকির। হারলেও পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল নিজেদের কাছে রেখে প্রতিপক্ষের গোল বরাবর ২৬টি শট নিয়েছিল আর্জেন্টিনা। হারের পর লাতিন দেশটির কোচ মাশচেরানো জানান, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার ওপর আস্থা রাখবে।

মাশ্চেরানো বলেন, ‘আমার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি চিকুই তাপিয়ার সঙ্গে ভালো সম্পর্ক। তারা যদি আমার ওপর বিশ্বাস রাখে, তবে আমি কোচিং চালিয়ে যাব। তাপিয়ার হাতেই আমার চাকরি ছাড়া, না ছাড়ার বিষয়টি। কিন্তু আমি শান্ত।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here