স্পোর্টস ডেস্কঃ ঘরের মাঠে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল নিশ্চিত করতে পারে নি অস্ট্রেলিয়া। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মাঠে নামছে অজিরা। অ্যাডিলেড, সিডনি এবং মেলবোর্নে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য একটি পূর্ণ-শক্তির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অ্যাডিলেড, সিডনি ও মেলবোর্নে আগামী ১৭, ১৯ ও ২২ নভেম্বর ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৫০ ওভারের ফরম্যাট থেকে অ্যারন ফিঞ্চ অবসর নেওয়ার পর প্রথমবার নেতৃত্ব দেবেন প্যাট কামিন্স। ইংলিশদের বিপক্ষে ট্র্যাভিস হেডকে রেখে দিয়েছেন নির্বাচকরা। মঙ্গলবার ঘোষিত দলে আছেন ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথও।
ওয়ানডে সিরিজের পর অজিরা স্বাগত জানাবে উইন্ডিজকে। যদিও সাদা পোশাকে ক্যারিবিয়ানদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে স্বাগতিকরা। পার্থ ও অ্যাডিলেডে ৩০ নভেম্বর থেকে উইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলবে। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন টেস্ট, যদিও এই সিরিজের দল ঘোষণা হয়নি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।