স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ দল ঘোষণা হয়ে পড়েছে বাংলাদেশ দলের। ১৫ সদস্যের দল ঘোষণার সাথে ৪ জন ক্রিকেটারকে স্ট্যান্ড বাইও রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একে একে বিশ্বকাপে অংশ নেওয়া বাকি দলগুলো ঘোষণা করে দিয়েছে।
তবে সেই সব দলে পরিবর্তনের সুযোগ থাকছে। এর জন্য বাছাই পর্ব ও সরাসরি মূল পর্বে খেলা দলগুলোর জন্য আলাদা সময় নির্ধারণ করা হয়েছে। সরাসরি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা বাংলাদেশের সামনেও তাই রয়েছে পরিবর্তনের সুযোগ।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডে অংশ নেওয়া দলগুলোর পরিবর্তনের সুযোগ থাকছে ৯ থেকে ১৫ অক্টোবরের মধ্যে দলে পরিবর্তন আনার। আর এদিকে মূল পর্বের দলগুলোর সুযোগ থাকছে ১৫ থেকে ২১ অক্টোবরের মধ্যে দলে পরিবর্তন আনার।
যার ফলে বাংলাদেশ দল আসন্ন ক্যাম্প ও আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ কিংবা নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পারফম্যান্স দেখে বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে স্ট্যান্ড বাই থাকা সৌম্য সরকার, শেখ মেহেদী, শরিফুল ইসলাম, রিশাদ হোসেনদের মূল দলে জায়গা পাওয়ার সুযোগ এখনও রয়েছে। এছাড়া এর বাইরে থেকেও মাহমুদউল্লাহ রিয়াদ, নাইম শেখরা সুযোগ পেতে পারেন ক্রিকেটাররা।
তবে ২১ অক্টোবরের পর আর কোনো পরিবর্তনের সুযোগ থাকছে না। কেবল মাত্র ইনজুরির কারণে ছিটকে গেলে কেউ, তবেই ক্রিকেটার অন্তর্ভুক্তির সুযোগ থাকছে। তাই শেষ মূহুর্তে কোনো চমক দেখা গেলেও, যেতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা