স্পোর্টস ডেস্কঃ কনকাশন হিসাবে মাঠে নেমে দক্ষিণ আফ্রিকাকে হারালেন মার্নাশ লাবুশানে। অস্ট্রেলিয়ার এই ব্যাটার মূলত ক্যামেরন গ্রিনের বদলি হিসেবে ব্যাট করতে নামেন। আর মাঠে নেমে দলকে খাদের কিনার থেকে টেনে জয় পাইয়ে দেন। প্রথম ওয়ানডেতে গত রাতে অজিরা জিতেছে ৩ উইকেটের ব্যবধানে।
রান তাড়ায় নেমে মাত্র ১১৩ রানেই ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় অস্ট্রেলিয়া। এরপর অ্যাস্টন অ্যাগারকে নিয়ে অষ্টম উইকেটে ওয়ানডে ইতিহাসের ষষ্ঠ সর্বোচ্চ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন লাবুশানে। ৯৩ বলে ৮ চারে তিনি খেলেন ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস।
লাবুশানেকে যোগ্য সঙ্গ দেন অ্যাস্টন অ্যাগার। তিন চার ও এক ছক্কায় খেলেন ৪৮ রানের একটি ইনিংস। তাদের ব্যাটে আসে ১১২ রানের জুটি। যা অজিদের এনে দেয় ৩ উইকেটের জয়। ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন লাবুশানে। অথচ তাঁকে রাখা হয় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে। উপেক্ষিত এই ব্যাটার হারতে বসা ম্যাচ জেতালেন অজিদের।
এর আগে ব্যাটিংয় নেমে ৪৯ ওভারে ২২২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অধিনায়ক টেম্বাঁ বাভুমা। ওয়ানডেতে ইতিহাসের ১৩তম আর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ব্যাটার হিসেবে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেন তিনি। পুরো ইনিংসে ১৪২ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১১৪ রানে অপরাজিত ছিলেন বাভুমা।
পুরো ইনিংসে বাভুমাকে সেভাবে কেউই সঙ্গ দিতে পারেননি। কেবল মার্কো জানসেন ৪০ বলে ৩২ রান করে উইকেটে কিছুটা সময় দিয়েছিলেন তাকে। অস্ট্রেলিয়ার হয়ে ৪১ রান খরচায় তিন উইকেট নেন জস হ্যাজেলউড। দুটি উইকেট নেন মার্কাস স্টইনিস। একটি করে উইকেট নেন শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা এবং ক্যামেরন গ্রিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post