স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ দল ছেড়ে দেশে ফিরলেন লিটন দাস। পারিবারিক প্রয়োজনে দেশে ফিরেছেন এই ওপেনার। পারিবারিক জরুরি কাজ সেরে দ্রুতই আবার দিল্লিতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার।
বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দিল্লিতে আগামী ৬ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ খেলতে দিল্লি পৌছানো দল লা মেরিডিয়ান হোটেলে উঠেছে। সব ঠিক থাকলে ওই ম্যাচের আগে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন লিটন।
লিটনের ছুটি প্রসঙ্গে টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে বলেন, ‘বিশেষ পারিবারিক প্রয়োজনে দেশে গেছে লিটন। খুব জরুরি একটি মেডিকেল ইমার্জেন্সির কারণে গিয়েছে। আজকে তো আমরা দিল্লি এলাম, কালকে এমনিতেও দলের প্র্যাকটিস নেই। বিশ্রামের দিন। পরশু সন্ধ্যায় আমাদের প্র্যাকটিস। সব ঠিকঠাক থাকলে প্র্যাকটিসের আগেই লিটন আবার দলের সঙ্গে যোগ দেবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post