বিশ্বকাপ দল থেকে বাদ সাব্বির-সাইফ, সুযোগ পেলেন সৌম্য

    0
    106

    স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সুযোগ পেলেন সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম। বাদ পড়ার তালিকায় আছেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    দীর্ঘদিন পর সাব্বির দলে ফিরেছিলেন গত এশিয়া কাপ দিয়ে। সেখানে ওপেনার হিসেবে খেলানো হয়েছে তাকে। আসরে চার ম্যাচে মাত্র ৮৬.১১ স্ট্রাইকরেটে মাত্র ৩১ রান করতে পেরেছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

    পেস বোলিং অলরাউন্ডার সাইফ চোট কাটিয়ে দলে ফিরে পাঁচ ম্যাচ খেলেছেন। তবে বল হাতে ছিলেন বেশ খরুচে। ওভারপ্রতি ১০.৮৭ রান খরচ করে মাত্র তিন উইকেট নিতে পেরেছেন ডানহাতি এই বোলার। ব্যাটিংয়ে করেছেন মাত্র ৪ রান।

    বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ড সময় শনিবার ভোরের বিমানে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে যাবেন ক্রিকেটাররা। তবে সাব্বির-সাইফ দেশে ফিরে আসবেন। বাদ পড়া দুজন বিশ্বকাপের স্ট্যান্ডবাই দলে থাকবেন কীনা সেটি নিশ্চিত করেনি বিসিবি।

    বাংলাদেশের পরিবর্তিত স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও নাসুম আহমেদ।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here