বিশ্বকাপ দল বিবেচনায় আসতে পারে ৪০ জন- স্পেন কোচ

0
76

স্পোর্টস ডেস্কঃ উয়েফা নেশন্স লিগের শেষ চার নিশ্চিত করেছেন স্পেন। ২০১৯ নেশন্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগালের গ্রুপ-এ২’র শীর্ষস্থান লাভে মাত্র এক পয়েন্ট প্রয়োজন ছিল। কিন্তু নিকো উইলিয়ামসের হেডে ৮৮ মিনিটে আলভারো মোরাতার গোলে মঙ্গলবার রাতে ব্রাগাতে পর্তুগালের পরাজয় নিশ্চিত হয়।

কাতার বিশ্বকাপে অনেক বেশি প্রতিভাবান খেলোয়াড়দের মধ্য থেকে চূড়ান্ত দল বেছে নেওয়া স্পেন কোচের জন্য কঠিন হবে। পর্তুগালকে হারিয়ে এমনটাই জানান সাবেক বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘এই খেলোয়াড়দের কোচিং করানো দারুণ ব্যাপার। (বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডের) সম্ভাবনায় ২৬ জন নয়; বিশ্বকাপের দলের বিবেচনায় আসতে পারে ৪০ জন। এমন মানের খেলোয়াড়দের কোচিং করানো আনন্দের।’

এনরিকে আরো বলেন, ‘দুঃখের বিষয় হলো, এইসব খেলোয়াড়দের (চূড়ান্ত স্কোয়াডের) অনেককে বাইরে রাখতে হবে। বিষয়টি ক্রমাগত পরিবর্তন হয়। এটা আমার জন্য কঠিন হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here