স্পোর্টস ডেস্কঃ গত মাসে দক্ষিণ আফ্রিকায় হয়ে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সেরা দলে জায়গা পান বাংলাদেশের স্বর্ণা আক্তার। ডানহাতি এ ব্যাটার টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৫৩ রান করেছেন। ১৫৭.৭২ স্ট্রাইক রেটে ব্যাট করেন তিনি। নারীদের বয়সভিত্তিক বিশ্বকাপে দ্যুতি ছড়িয়ে জাতীয় দলে প্রথমবার ডাক পান তিনি। আর বাংলাদেশ দলের জার্সিতে এবার বিশ্বকাপ দিয়ে অভিষেক হয়ে গেলো স্বর্ণার।
রোববার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে অভিষেক হয়েছে স্বর্ণার। কেপটাউনের নিউল্যান্ডসে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছে টাইগ্রেসরা।
আসরে বাংলাদেশের আজ প্রথম ম্যাচ হলেও শ্রীলঙ্কা খেলছে তাদের দ্বিতীয় ম্যাচ। টুর্নামেন্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে জয় পেয়েছিল লঙ্কানরা।
বাংলাদেশ একাদশঃ শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, শোভনা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মন্ডল, নাহিদা আক্তার, মারুফা আক্তার, সালমা খাতুন ও জাহানারা আলম।
শ্রীলঙ্কা একাদশঃ হর্ষিতা মাদাভি, চামারি আথাপাথু, ভিশমি গুনারত্নে, আনুশকা সঞ্জীওয়ানি, নীলাক্ষী ডি সিলভা, কবিশা দিলহারি, অমা কাঞ্চনা, ওশাদি রানাসিংহে, সুগান্দিকা কুমারী, ইনোকা রানাবীরা ও অচিনি কুলসুরিয়া।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post