বিশ্বকাপ নিশ্চিত হওয়া ৩২ দলকে ফিফা প্রধানের ‘অভিনন্দন’

0
8

স্পোর্টস ডেস্কঃ শেষ হয়েছে ফিফা বিশ্বকাপের বাছাইয়ের লড়াই। মঙ্গলবার রাতে নিউজিল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে ৩২তম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে কোস্টারিকা। আর এর মধ্য দিয়েই চূড়ান্ত হয় ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর নাম।

নভেম্বর-ডিসেম্বরে হতে যাওয়া বিশ্বের অন্যতম বড় ক্রীড়া আসরে খেলা নিশ্চিত করা ৩২ দলকে অভিনন্দন জানিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সকল ফুটবলপ্রেমীকে এই বিশ্বকাপ ফুটবল উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন ইনফান্তিনো। একইসাথে জানিয়েছেন, বিশ্বকাপের সেরা আসর হতে যাচ্ছে কাতারে।

ইনফান্তিনো বলেন, ‘আমরা এখন জানি, কোন ৩২ দল কাতার ফিফা বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করেছে। এই ৩২ শক্তিশালী দলের সবাইকে অভিনন্দন। এই ৩২ দলের সমর্থকদেরও ধন্যবাদ। একইসাথে আমি পুরো বিশ্বের সকল ফুটবলপ্রেমী মানুষকে আগামী নভেম্বর-ডিসেম্বরে বিশ্বকাপ উপভোগের আমন্ত্রণ জানাচ্ছি। সবাই আমরা একসাথে এই গ্রেটেস্ট শো অন আর্থ উপভোগ করতে মুখিয়ে আছি। যেটা হয়তোবা বিশ্বকাপ ইতিহাসের সেরা হতে যাচ্ছে।’

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ মহাযজ্ঞ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর থেকে। আর ১৮ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here