স্পোর্টস ডেস্ক:: বেরসিক বৃষ্টি গোলমাল লাগাচ্ছে টি-২০ বিশ্বকাপে। একের পর এক ম্যাচ পণ্ড হচ্ছে বৃষ্টিতে। বড় দলগুলোর হাত ছাড়া হয়ে যাচ্ছে নিশ্চিত পয়েন্ট।
সবশেষ শুক্রবার দিনের দু’টি ম্যাচই পণ্ড হয়েছে। আফগানিস্তান-আয়ারল্যান্ড পণ্ডের পর দিনের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডও মাঠে নামতে পারেনি। বৃষ্টির কারণে ঘন্টা দুই অপেক্ষা করেন আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন।
সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানেই যত গোলমাল পাকাচ্ছে বৃষ্টি। আফগানিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ডও একই গ্রুপের দল। গ্রুপের একের ম্যাচও বৃষ্টিতে পণ্ড হয়েছে।
গ্রুপ একে চারচ দলেরই পয়েন্ট তিন করে। রানরেটে শীর্ষে থাকা নিউজিল্যান্ড, দুই ম্যাচের একটি জিতেছে, একটি বৃষ্টিতে ভেসেছে। দুই থাকা ইংল্যান্ড একটি ম্যাচ জিতেছে, হেরেছে একটি ম্যাচ। বৃষ্টিতে পণ্ড হয়েছে একটি ম্যাচ। দলটি খেলেছেন তিন ম্যাচ।
তিনে থাকা আয়ারল্যান্ড তিন ম্যাচের একটি জিতেছে, একটি হেরেছে। তাদেরও একটি ম্যাচ ভেসেছে বৃষ্টিতে। চারে থাকা অস্ট্রেলিয়ার ভাগ্যও একই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০