Home ক্রিকেট দেশের ক্রিকেট বিশ্বকাপ পর্যন্ত তাসকিন-মুস্তাফিজদের কোচ থাকছেন ডোনাল্ড

বিশ্বকাপ পর্যন্ত তাসকিন-মুস্তাফিজদের কোচ থাকছেন ডোনাল্ড

0

স্পোর্টস ডেস্কঃ গেল বছরের মার্চে বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন অ্যালান ডোনাল্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ছিল মেয়াদ। তবে সবশেষ ভারত সিরিজ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল ডোনাল্ডের।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে সেই চুক্তির মেয়াদ এবার আরও বাড়তে যাচ্ছে। চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়তে যাচ্ছে সেই মেয়াদ। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের বিশ্বকাপ। আর সেখানে বাংলাদেশের ডাগআউটে থাকবেন প্রোটিয়া কোচ।

তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের সাথে ডোনাল্ডের কাজ করা নিয়ে বেশ খুশিই বিসিবি। যার ফলে তৃতীয়বারের মতো বাড়াতে যাচ্ছে চুক্তির মেয়াদ। এছাড়া গুঞ্জন আছে নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেরও সবুজ সংকেত আছে এই ব্যাপারে।

বর্তমানে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এই টুর্নামেন্ট শেষেই জাতীয় দলের ব্যস্ততা শুরু হবে। ঘরের মাঠে সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড দল। ইংলিশদের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ২২ ফেব্রুয়ারির মধ্যেই কোচিং স্টাফের সবাইকে বাংলাদেশে আসতে বলা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সাদা বিদ্যুৎ খ্যাত এই কিংবদন্তিও চলে আসবেন সেই সিরিজকে সামনে রেখে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version