বিশ্বকাপ পারফম্যান্সের ময়নাতদন্ত করবে দক্ষিণ আফ্রিকা

0
113

স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল দক্ষিণ আফ্রিকা। ভারত-বাংলাদেশকে হারানোর পাশপাশি জিম্বাবুয়ের সাথে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১ পয়েন্ট। পাকিস্তানের কাছে হারলেও, অনেকটা নিশ্চিত সেমি ফাইনালের দৌড়ে ছিল প্রোটিয়ারা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অঘটনের শিকার হয় দলটি। হেরে যায় নেদারল্যান্ডসের বিপক্ষে।

যেই হারে বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় ঘটে দক্ষিণ আফ্রিকার। ৫ পয়েন্ট নিয়ে শেষ করতে হয়েছে বিশ্বকাপ। ভালো ক্রিকেট উপহার দিয়েও, সেমি ফাইনালে যেতে পারেনি টেম্বা বাভুমার দল। নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষে হার, বিশ্বকাপে সেমি ফাইনালে না যেতে পারার ময়নাতদন্ত করবে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপ মিশন শেষ করে ক্রিকেটারদের দেশে ফেরার দিনই পারফম্যান্স নিয়ে পর্যালোচনা করার ঘোষণা দিয়েছেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) পরিচালক এনোক এনকেওয়ে। তবে এখন অতীত নিয়ে না পড়ে থেকে ভবিষ্যতের দিকে নজর দিতে বলছেন তিনি।

এনকেওয়ে বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে আমরা যা ঘটেছে, তা পর্যালোচনা করব। পর্যালোচনাটি পুরোপুরিভাবে সঠিক হবে কিনা তা নিশ্চিত করার জন্য আমরা একটি প্যানেল একসাথে রাখার প্রক্রিয়া করছি। আমাদের সবকিছু আবার নতুন করে শুরু করতে হবে। আর অতীতের দিকে নজর দিলে চলবে না। এটা গুরুত্বপূর্ণ যেন এই বিষয়টা এখানেই শেষ করে দেই, আর সামনে কী আছে সেদিকে নজর দিব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here