স্পোর্টস ডেস্কঃ আসন্ন কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে পর্তুগাল প্রথম ম্যাচে ২৪ নভেম্বর মুখোমুখি হবে ঘানার। ২৯ নভেম্বর উরুগুয়ে এবং ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা। বিশ্ব মঞ্চে নামার আগে নাইজেরিয়ার বিপক্ষে বৃহস্পতিবার একটি প্রীতি ম্যাচ খেলবে পর্তুগিজরা। লিসবনে হবে এই ম্যাচ। কিন্তু ম্যাচটিতে খেলা হচ্ছে না দলটির সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। অসুস্থ হয়ে পড়েছেন এই ফরোয়ার্ড।
জানা গেছে, পেটের সমস্যায় আক্রান্ত হয়েছেন রোনালদো। আর তাই কাতার রওনা হওয়ার আগে পর্তুগালের কোচ ঝুঁকি নিয়ে খেলাতে চান না তাকে। সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে বিশ্রামে থেকে সুস্থ হতে বলা হয়েছে। তবে সমর্থকদের দুশ্চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন কোচ ফার্নান্দো সান্তোস। তিনি জানান, ‘রোনালদো শারীরিকভাবে ভালো আছেন। তার অসুস্থতা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’
শুধু রোনালদোই নন, আরও কয়েকজনের পেটে সমস্যা হয়েছে। সান্তোস বলেন, ‘এটা এমন এক সমস্যা, যাতে আমরা কোনো সহযোগিতাও করতে পারছি না। পেটে সমস্যার কারণে প্রচুর পানিও বের হয়েছে তাদের শরীর থেকে এবং এ কারণে তারা কিছুটা দুর্বলও হয়ে পড়েছেন।’