স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। বুধবার টাইগ্রেসদের হার ৫২ রানে। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে নিগার সুলতানা-সালমা খাতুনরা হেরেছিল পাকিস্তানের কাছে ৬ উইকেটে।
স্টেলেনবোশে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৮৩ রান করেছিল ভারত। জবাবে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে মাত্র ১৩১ রান করতে সক্ষম হয় টাইগ্রেসরা। ১৮৪ রান তাড়া করতে নেমে এদিন অবশ্য কোনো পরীক্ষা-নিরীক্ষা করেনি বাংলাদেশ।
নিগার সুলতানা, মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা ছাড়া কেউই উইকেটে দাঁড়াতে পারেননি। সুলতানা ৪০, মুর্শিদা ৩২ ও শামিমা ১৫ রান করে। বাকিদের মধ্যে রিতু মনি ১১ করলেও আর কেউই দশের ঘর পেরুতে পারেননি। ভারতের হয়ে দেবিকা বৈদ্য নেন ২ উইকেট। একটি করে উইকেট পান রাজেশ্বরি, অঞ্জলি, দিপ্তী ও রাধা যাদব।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। ১০ রান করা স্বস্তিকা ভাটিয়া ফিরে যান দ্রুতই। শেফালি ভার্মা ফেরেন ৯ রান করে। হারলিন দেওল আউট হয়েছেন মাত্র ১০ রানে। এরপর দারুণ এক জুটি গড়ে তোলেন রিচা ও জেমাইমা। দুজনে মিলে যোগ করেন ৯২ রান।
জেমাইমা ৪২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এদিকে শেষ দিকে বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ভারতকে বড় পুঁজি এনে দেন রিচা। খেলেছেন ৫৬ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস, ৩টি চারের সঙ্গে মেরেছেন ৯টি ছক্কা। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাহিদা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০