বিশ্বকাপ ফাইনালের রেফারি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও

0
55

স্পোর্টস ডেস্ক:: কাতার বিশ্বকাপের ফাইনালে মেসি-এমবাপেদের ম্যাচ পরিচালনায় দক্ষতা দেখিয়ে প্রশংসা পেয়ে ছিলেন পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক। এবার তার কাধেই দায়িত্ব পড়লো ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার।

আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনালে সহকারী হিসেবে যে দুই রেফারি ছিলেন সাইমনের সঙ্গী, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও থাকছেন তারা। উয়েফা কর্তৃপক্ষ বিশ্বকাপ ফাইনাল পরিচালনাকারী টিমকেই বেছে নিয়েছে ফাইনালের জন্য।

সাইমন মার্চনিয়াকেরই স্বদেশী দুই রেফারি পাভেউ সোকোলনিস্কি ও তমাস লিসৎকিভিচ ম্যানসিটি ও ইন্টার মিলানের হাই ভোল্টেজ ফাইনালে থাকবেন মাঠের দুই পাশে সহকারীর ভূমিকায়। মূলত দক্ষতার সহিত বিশ্বকাপ ফাইনাল পরিচালনার জন্যই উয়েফা ফাইনালেও তাদেরকে বেছে নিয়েছে।

আগামি ১০ জুন ইস্তাম্বুলে হবে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। ইউরোপ সেরার শিরোপা কার হাতে উঠছে? ম্যানচেস্টার সিটি নাকি ইন্টার মিলান এই প্রশ্নের উত্তর মিলবে সেদিন। সমর্থকদের অপেক্ষাও ফুরাবে সেদিন।

সাইমন এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৮টি ম্যাচ পরিচালনা করেছেন। শেষ ষোলোতে ইন্টার মিলান-পের্তোর দ্বিতীয় লিগ এবং সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিদায়ের ম্যাচটিও ছিলো। সেই ম্যাচে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে রিয়াল মাদ্রিদ শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here