নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার (১৯ নভেম্বর) থাকছে জমকালো সমাপনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন ইংলিশ পপ তারকা ডুয়া লিপা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন। চার বছর পর তিনি আবার ভারতে এসেছেন। বর্তমানে সেখানে অবস্থান করছেন।
শুধু ডুয়া লিপা নন, আরও বেশ কিছু খ্যতিমান শিল্পী গান পরিবেশন করবেন সমাপনীতে। যেখানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও যাচ্ছেন বিসিসিআই’র আমন্ত্রণে। আজ দুপুরে তিনি ভারতে রওয়ানা দিতে পারেন বলে জানা গেছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ক্যালেন্ডারের হিসেবে বিশ বছর পর আবার এই দু’দল ফাইনাল খেলতে নামছে। দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালেও মুখোমুখি হয়েছিল তারা। রিকি পন্টিংয়ের বিধ্বংসী সেঞ্চুরিতে সেদিন ৩৫৯ রান করে আগে ব্যাট করা অজিরা। জবাবে ২৩৪ রানে থেমে যায় ভারত। অস্ট্রেলিয়া জেতে তাদের তৃতীয় শিরোপা।
এদিকে ফাইনালের দিন ভারতের বিমানবাহিনীর একটি প্রদর্শনীয় থাকছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এমনটাই জানিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। টসের ঠিক পর বিমানবাহিনীর নয়টি বিমান মাঠের উপর দেখাবে এয়ার শো। ১০ মিনিটের প্রদর্শনীর উপর জাতীয় সঙ্গীতের সময়ও চলে যাবে বিশেষ বিমান। ইনিংস বিরতীতেও থাকছে নানা নানা আয়োজন। সব দলের বিশ্বকাপজয়ী অধিনায়কদের আমন্ত্রণ জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। তাদের দেওয়া হবে সংবর্ধনা। ভারতের দুই বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি তাতে থাকবেন। ওই সময় বিখ্যাত সুরকার ও শিল্পী প্রীতম গান গাইবেন।