বিশ্বকাপ ফুটবলের অধিনায়কেরা…

    0
    6

    স্পোর্টস ডেস্ক:: ফুটবল প্রেমীদের অপেক্ষার পালা শেষের পথে। দ্রুতই এগিয়ে আসছে কাতার বিশ্বকাপের সূচি। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইটি শুরু হবে আগামি ২১ নভেম্বর। বিশ্বসেরা দল নির্বাচ করে তার পর্দা নমবে ১৮ ডিসেম্বর।

    মেসি, নেইমার, রোনালদো, মোহাম্মদ সালাহরা নামবেন শ্রেষ্ঠ দল হওয়ার লড়াইয়ে। ফুটবল বিশ্বের দুই শতাধিক দেশ থেকে বাছাই করা, সেরা হওয়া ৩২টি দল অংশ নেবে চার বছরের জন্য শ্রেষ্ঠ হওয়ার লড়াইয়ে। ফুটবল প্রেমীরা মাসখানেক মেতে থাকবেন ফুটবলের প্রেমে।

    সারা বিশ্ব কাঁপবে ফুটবল ঝড়ে।ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, মেসি, করিম বেনজামা, এমবাপে আর সালাহদের ফুটবল নৈপুণ্য দেখার অপেক্ষায় কোটি কোটি সমর্থকেরা। বিশ্ব মঞ্চে নিজ নিজ দেশকে নেতৃত্ব দেবেন কারা? বিশ্বকাপের লড়াইে অধিনায়কত্বে থাকছেন করা সেটিই জানিয়েছে গোলডটকম।

    গ্রুপ ‘এ’ তে মুখোমুখি হবে কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল ও ইকুয়েডর। কাতারকে নেতৃত্ব দেবেন হাসান আল হাইদোস। তিনি বর্তমানে খেলছেন আল সাদ ক্লাবে। ডাচদের অধিনায়কত্ব পালন করেন লিভাপুলের তারকা ভিরগিল ফন ডাইক। নাপোলিতে খেলা কালিদউ নেতৃত্বে থাকবেন নিজ দেশ সেনেগালের। ইকুয়েডরকে নেতৃত্ব নেবেন ফেরবাখ ক্লাবে খেলা এনার ভ্যালেন্সিয়া।

    গ্রুপ ‘বি’তে লড়াই করবে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস। টটেনহ্যাম হপস্পারের খেলা হ্যারি কেইন নেতৃত্ব দিবেন নিজ দেশ ইংল্যান্ডকে। যুক্তরাষ্ট্রের অদিনায়ক চেলসিতে খেলা ক্রিশ্চিয়ান পউলিসিক। এইকে এথেন্সে খেলা এহসান হাজসাফি নেতৃত্ব দেবেন ইরানকে। ওয়সের অধিনায়ক এলএএফসিতে খেলা গ্যারেথ বেল।

    গ্রুপ ‘সি’তে লড়াই করবে আর্জেন্টিনা, মেক্সিকো পোল্যান্ড ও সৌদী আরব। পিএসজিতে খেলা লিওনেল মেসি থাকছেন আর্জেন্টাইনদের অধিনায়ক হয়েই। রিয়াল বেটিসের আন্দ্রেস কুয়ার্দদো নিজ দেশ মেক্সিকোর অধিনায়ক। পোল্যান্ডকে নেতৃত্ব দেবেন বায়ার্ন মিউনিখে খেলা রবার্ট লেওয়ানডস্কি। সৌদী আরবকে নেতৃ্ত্ব দেবেন আল হিলাল ক্লাবে খেলা সালমান আল ফরাজ।

    গ্রুপ ‘ডি’তে লড়াই করেব ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে নেতৃত্ব দেবেন হুগো লরিস। টটেনহ্যাম হটস্পারে খেলছেন তিনি। এস মিলানে খেলা সিমন জায়ের হলেন ডেনমার্কের অধিনায়ক। আল দুহাইলে খেলা ইউসেফ এমসাকনি নেতৃত্ব দেবেন তিউনিসিয়াকে। রিয়াল সোসিয়েদাদে খেলা ম্যাথিউ রায়ান হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

    গ্রুপ ‘ই’তে লড়বে স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা। স্পেনের অধিনায়ক হলেন বার্সায় খেলা সার্জিও বুস্কেটস। বায়ার্ন মিউনিখে খেলা ম্যানুয়েল ন্যুয়ার নেতৃত্ব দেবেন জার্মানিকে। জাপানের অদিনায়ক সাম্পদোরিয়ার মায়া ইয়োশিদা। কোস্টারিকার অধিনায়ক আলাজুয়েলেন্সে খেলা ব্রায়ান খেলা ব্রায়ান রুইজ।

    গ্রুপ ‘এফ’তে খেলবে বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো ও কানাডা। রিয়াল মাদ্রিদের তারকা ইডেন হ্যাজার্ড নেতৃ্ত্ব দেবেন বেলজিয়ামকে। একই ক্লাবে খেলা লুকা মদ্রিচ নিজ দেশ ক্রোয়েশিয়ার অধিনায়ক। উলভসে খেলা রোমাইন সাইস মরক্কোকে নেতৃত্ব দেবেন। কানাডার অধিনায়ক হলেন বেসিক্টাসে খেলা আতিবা হুচিনসন।

    ‘এইচ’ গ্রুপে খেলবে ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিলকে নেতৃত্ব দেবেন চেলসিতে খেলা থিয়াগো সিলভা। সুইজারল্যান্ডের অধিনায়ক আর্সেনালে খেলা গ্রানিত শাকা। আয়াক্সে খেলা দুসান তাদিক নেতৃত্ব দেবেন সার্বিয়াকে। ক্যামেরুনের অধিনায়ক আর নাসের খেলা ভিনসেন্ট আবুববক্কর।

    ‘এইচ’ গ্রুপে খেলবে পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা। ম্যানইউতে খেলা ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্ব দেবেন পর্তুগালকে। উরুগুয়েকে নেতৃত্ব দেবেন ভেলেজ সার্সফিল্ড তারকা দিয়েগো গোডিন। দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং মিন। টটেনহ্যাম হটস্পারে খেলছেন তিনি। আল সাদে খেলা অ্যান্ডু আইয়ু হলেন ঘানার অধিনায়ক।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here