বিশ্বকাপ ফুটবল, আর্জেন্টিনার খেলা হুমকির মুখে

0
27

স্পোর্টস ডেস্ক: দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপ ২০১৮’র মূল পর্বে খেলতে পারবে কিনা তা নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বে মেসির দলটির হোঁচট খাচ্ছে একের পর এক।

বিশ্বকাপ ফুটবলে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে উতরানো নিয়ে চরম শঙ্কায় রয়েছে দলটি। আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা নিয়ে বেশ উদ্বিগ্ন দলের সেরা ডিফেন্ডার হাভিয়ের মাশ্চেরানো। বিশ্বকাপে অংশ নিতে নিজের দেশকে অনেকটাই হুমকির মুখে দেখছেন তিনি।

১০ দেশের বাছাইপর্ব পেরিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে সরাসরি অংশ নেবে চারটি দেশ। তবে, মোট পাঁচটি দল খেলবে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে। পঞ্চম দলটিকে অংশ নিতে হলে উতরে যেতে হবে প্লে-অফের বাধা। পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা রয়েছে পঞ্চম অবস্থানে।

নিজেদের মাটিতে আর্জেন্টিনা সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হয়েছে। আগের ম্যাচে পেরুর বিপক্ষে পয়েন্ট খুইয়েছে (২-২) মেসির দেশ।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচ শেষে শীর্ষে নেইমারের ব্রাজিল। সেলেকাওদের পয়েন্ট সর্বোচ্চ ২১। আর আর্জেন্টিনা সমান ম্যাচ খেলে অর্জন করেছে ১৬ পয়েন্ট। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লুইস সুয়ারেজের উরুগুয়ে। ১৭ পয়েন্ট নিয়ে তিন ও চার নম্বরে যথাক্রমে ইকুয়েডর এবং কলম্বিয়া। পাঁচে থাকা আর্জেন্টিনার পর রয়েছে প্যারাগুয়ে (১৫ পয়েন্ট), চিলি (১৪), পেরু (৮), বলিভিয়া (৮) এবং ভেনেজুয়েলা (২)।

২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে সাম্প্রতিক ফর্ম যদি এভাবেই চলতে থাকে তবে, বিশ্ব আসরের আগে বেশ বড় হোঁচট খেতে হবে আর্জেন্টাইনদের-এমনটিই মনে করেন বার্সা তারকা মাশ্চেরানো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here