বিশ্বকাপ বাছাইয়ের আগে আরব আমিরাতে খেলবে উইন্ডিজ

0
45

স্পোর্টস ডেস্কঃ ভারত বিশ্বকাপ বাছাইপর্বের আগে শারজাহতে তিন ম্যাচের ওয়ানডে খেলবে সংযুক্ত আরব-আমিরাত ও উইন্ডিজ। আগামী ৫, ৭ ও ৯ জুন দিবারাত্রিতে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এই সিরিজের স্কোয়াড আজ ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ।

আরব আমিরাত সিরিজের ক্যারিবিয়ান দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা তিনজন। বাঁহাতি ব্যাটসম্যান অ্যালিক অ্যাথানেজ, অলরাউন্ডার ক্যাভাম হজ ও আকিম জর্ডান আছেন অভিষেকের অপেক্ষায়। ওয়ানডের আঙিনায় পা রাখার অপেক্ষায় থাকা ডমিনিক ড্রেকসও আছেন।

এদিকে আগামী জুনের ১৮ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাইপর্ব। যা চলবে জুলাই পর্যন্ত। জিম্বাবুয়ের তিন ভেন্যুতে হওয়ার কথা ম্যাচগুলো। এখানে খেলবে মোট ১০টি দল। স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে দুটি জায়গার জন্য লড়াই করবে আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, উইন্ডিজ, নেদারল্যান্ডস, ওমান, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপের বাছাইপর্বের জন্যেও আজ ক্রিকেট উইন্ডিজ স্কোয়াড ঘোষণা করেছে। বোলিং অলরাউন্ডার কিমো পলকে ডাকা হয়েছে স্কোয়াডে। অধিনায়কের দায়িত্ব আছে অভিজ্ঞ শাই হোপের কাঁধেই। তার সহকারী হিসেবে থাকবেন ব্র্যান্ডন কিং ও রভম্যান পাওয়েল। দলে ফেরানো হয়েছে গোডাকেশ মোতিকে।

ওয়ানডে উইন্ডিজের স্কোয়াড- শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, শামারহ ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রস্টন চেজ, ডমিনিক ড্রেকস, কাভেম হজ, আকিম জর্ডান, গুড়াকেশ মতি, কিমো পল, রেমন রেইফার, ওডেন স্মিথ এবং ডেভন থমাস।

উইন্ডিজের বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড- শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারহ ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুড়াকেশ মতি, কিমো পল, নিকোলাস পুরান এবং রোমারিও শেফার্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here