স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম লেগে আজ মাঠে নামছে বাংলাদেশ। মালেতে বৃহস্পতিবার মুখোমুখি হবে দুই দল মালদ্বীপ-বাংলাদেশ। আজ বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। গত সাফ চ্যাম্পিয়নশিপে সেমি-ফাইনাল খেলার স্মৃতি এখনও টাটকা হাবিয়ের কাবরেরার দলের। সবশেষ আফগানিস্তানের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে ড্রয়ের তৃপ্তিও সঙ্গী বাংলাদেশের।
সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৩-১ গোলে ম্যাচ জিতেছিল মালদ্বীপের বিপক্ষে। এবার মালেতে জিততে পারলে লাল সবুজের প্রতিনিধিরা নতুন ইতিহাস রচনা করবে। দ্বীপ দেশটিতে প্রথমবারের মতো করবে বিজয় উৎসব। সেজন্য জন্য দলও প্রস্তুত। কোচ কাবরেরা বুধবার মালেতে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এমনটাই।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কাবরেরা বলেছেন, ‘প্রথম লক্ষ্য বিশ্বকাপ বাছাইয়ের পরের ধাপে কোয়ালিফাই করা। কেননা, সেটা করতে পারলে পরের ধাপে আমরা খুবই শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাবো। যেটা আমাদের আরও ভালো দল হয়ে ওঠার জন্য প্রেরণা দেবে।’
এদিকে বাংলাদেশ জাতীয় দল এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি মালদ্বীপের মাঠে। এখন পর্যন্ত সব মিলিয়ে ১৬ ম্যাচে ছয় জয়, ছয় হার ও চার ড্র। তবে ছয় জয়ের কোনোটিই মালদ্বীপে নয়। আবার ছয় হারের তিনটিই তাদের মাঠে। মালেতে তিনবারের দেখায় তিনবারই হেরেছে বাংলাদেশ। যার সবশেষটি ২০২১ সালে, কাবরেরা দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচে!
বাংলাদেশ দল: মিতুল মার্মা, পাপ্পু হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হান, সাদউদ্দিন, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মুরাদ হাসান, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, রবিউল হাসান, মজিবুর রহমান জনি, জায়েদ আহমেদ, মতিন মিয়া, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, সুমন রেজা, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post