নিজস্ব প্রতিবেদকঃ নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে। আর সেই বিশ্বকাপ বাছাইয়ের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদ্যস্যের দলকে নেতৃত্ব দিবেন যথারীতি উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি।
সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া আসরে অংশ নিতে আগেভাগেই বাংলাদেশ ত্যাগ করবেন সালমা-জাহানারারা। সেখানে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগ্রেসরা। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। যেটা শেষ হবে ১৩ সেপ্টেম্বর।
এবারের আসরে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের স্থান হয়েছে গ্রুপ ‘এ’তে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। অপরদিকে গ্রুপ ‘বি’তে রয়েছে জিম্বাবুয়ে, সংযুক্ত আরব আমিরাত, পাপুয়া নিউ গিনি ও থাইল্যান্ড।
আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে সেটি। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপ থেকে দুটি করে মোট চার দল ওঠবে সেমি ফাইনালে। এরপর দুই সেমি ফাইনাল জয়ী দল নিশ্চিত করবে ফাইনাল।
আর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারলেই মিলবে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ সেপ্টেম্বর। ফাইনাল জিততে পারলে মিলবে বাছাই পর্বের শিরোপা জেতার সুযোগ।
১৮ সেপ্টেম্বর, বাছাই পর্বের উদ্বোধনী দিনেই রয়েছে বাংলাদেশ দলের ম্যাচ। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। এরপর ১৯ সেপ্টেম্বর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষে স্কটল্যান্ড। সবশেষ ২১ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
১৫ সদস্যের বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, শোবানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা