বিশ্বকাপ বাছাইয়ে চিলি দলে নেই সানচেজ

0
20

স্পোর্টস ডেস্ক: আলেক্সিস সানচেজ চিলির হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে পারছেন না।  জাতীয় দলের অনুশীলনের পায়ের ইনজুরিতে পড়ে তার বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামা হচ্ছে না। পেশীর ইনজুরি ধরা পড়েছে সানচেজের।

বিশ্বকাপ বাছাইয়ে চিলি চলতি মাসে দু’টি ম্যাচ খেলবে। ১০ নভেম্বর বৃহস্পতিবার  বাংলাদেশ সময় দিবাগত রাত আড়াইটায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে চিলি। ছয়দিন পর (বুধবার) ভোর সাড়ে ৫টায় ঘরের মাঠে উরুগুয়েকে আতিথ্য দেবে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।

দুর্দান্ত ফর্মে থাকা সানচেজের ফিটনেস সমস্যা আর্সেনালের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে (১৯ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা) হাইভোল্টেজ ম্যাচে তার খেলার সম্ভাবনা যে অনিশ্চয়তা মুখে পড়লো! গানারদের জার্সিতে চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে আটটি গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে আরো সাতটি করিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here