স্পোর্টস ডেস্ক: ২০১৮ বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের ম্যাচে দুর্বল মাল্টার বিপক্ষে সহজ জয় তুলে নিল ইংল্যান্ড। মাল্টার জালে ইংল্যান্ড ২ গোল দিলেও কোন গোল হজম করতে হয়নি দলটির।
ড্যানিয়েল স্টুরিজ ও ডেলে আলীর গোলে ২-০ ব্যবধানে জয় ইংল্যান্ড। এ জয়ে পর গ্রুপ ‘এফ’এ শীর্ষে অবস্থান করছে ইংলিশরা।
শনিবার রাতে ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে মাল্টাকে আতিথিয়েতা জানায় ইংল্যান্ড। আর প্রায় ৮২ হাজার দর্শকের সামনে দেশকে আনন্দে ভাসান স্বাগতিকরা।
এদিন ম্যাচের প্রথমার্ধেই দুই গোলের দেখা পেয়ে যায় ইংল্যান্ড। খেলার ২৯ মিনিটে স্টুরিজ ও নয় মিনিট পরে আলী গোল করে দলের জয় নিশ্চিত করেন। কোনো প্রতিরোধ গড়তে পারেনি মাল্টা। তবে দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা না পেলে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় ওয়েন রুনিদের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০