স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ ২০১৮ বাছাই পর্বে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ইউরো চ্যাম্পিয়ান-রার্নার আপ, পতুর্গাল -ফ্রান্স, বেলজিয়াম।
অান্দ্রে সিলভার হ্যাটট্রিকে ফারো অাইসল্যান্ডকে ৬-০ গোলে হারিয়েছে রোনালদোর পতুর্গাল। প্রথর্মাধের প্রথম তিন গোলেই হ্যাটট্রিক তুলে নেন সিলভা। তাছাড়া রোনালদো, মৌতিনহো, এবং সানচেলা একবার করে লক্ষ্য ভেদ করেন।
অন্য ম্যাচে নেদারল্যান্ড কে পগবার একমাত্র গোলে হারিয়েছে ফ্রান্স। প্রথর্মাধের ৩০ মিনিটে দলকে লিড এনে দেন পগবা। মূলত পগবার একমাত্র গোলেই ম্যাচের ফলাফল লেখা হয়ে যায়।
অপর দিকে জিব্রাল্টারকে ৬-০ গোলে হারিয়েছে হের্জাডের বেলজিয়াম।
বেনটেকের দ্রুততম ৭ সেকেন্ডের গোল সঙ্গে হ্যাটট্রিক।
তাছাড়া হের্জাড, উইটসেল,এবং মারটেনস একবার করে লক্ষ্যভেদ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪