স্পোর্টস ডেস্কঃ অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব মাঠে গড়াবে আগামী ১৮ জুন। জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপের বাছাই পর্ব। বিশ্বকাপের ১৩তম আসরে মোট ১০টি দল অংশ নিবে। এরই মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে স্বাগতিক ভারতসহ আটটি দল। বাছাই পর্বের সেরা দু’দল বিশ্বকাপের মূল আসরে খেলার টিকিট পাবে।
১৮ জুন আসরের প্রথম দিনই দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে। আরেক ম্যাচে লড়বে উইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। প্রতি গ্রুপের শীর্ষ তিন দল সুপার সিক্সে খেলবে। ২৯ জুন থেকে শুরু হবে সুপার সিক্স।
সুপার সিক্সের প্রতি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। গ্রুপ-‘এ’ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো খেলবে গ্রুপ-‘বি’র দলগুলোর সঙ্গে। সুপার সিক্সের শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। ওই শীর্ষ দু’দল ৯ জুলাই বাছাই পর্বের ফাইনালে খেলবে।
আগামী মাসে শুরু হতে যাওয়া এই বাছাই পর্বে অংশ নেবে মোট ১০টি দল। গ্রুপ-এ’তে আছে- উইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। গ্রুপ-বি’তে আছে- শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
আসন্ন বাছাই পর্বের জন্য আজ দল ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল। রোহিত পাউডেলের অধীনে বাছাই পর্বে খেলবে নেপালিরা। আছেন সন্দীপ লামিচান-আসিফ শেখের মত অভিজ্ঞ ক্রিকেটাররা। উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে সংযুক্ত আরব আমিরাত ও ওমানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
বিশ্বকাপ বাছাইয়ে নেপাল দল: রোহিত পাউডেল, কুশল ভুর্টেল, আসিফ শেখ, জ্ঞানেন্দ্র মাল্লা, কুশল মাল্লা, আরিফ শেখ, দীপেন্দ্র সিং আইরি, গুলসান ঝা, সোমপাল কামি, করণ কেসি, সন্দীপ লামিচান, ভীম সারকি, ললিত রাজবংশী, প্রতিশ জেসি, অর্জুন সৌদ ও কিশোর মাহাতো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post