স্পোর্টস ডেস্কঃ চলতি বছরের অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আর সেখানে খেলতে ওয়ানডে সুপার লিগের মাধ্যমে ইতিমধ্যেই ৮টি দল নিশ্চিত হয়ে গেছে। বাকি রয়েছে আরও দুইটি জায়গা। আর এর জন্য লড়াই হবে দশ দেশের মধ্যে। ওয়ানডে বিশ্বকাপে খেলতে বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলতে হবে তাদেরকে।
সেই কোয়ালিফায়ারের সূচি প্রকাশ করেছে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দশ দেশগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নেপাল ও যুক্তরাষ্ট্র। অপর গ্রুপ ‘বি’তে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
জিম্বাবুয়েতে ১৮ জুন থেকে শুরু হবে বিশ্বকাপ কোয়ালিফায়ার। যা কিনা আগামী ৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। গ্রুপ পর্বে প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল সুপার সিক্সে ওঠবে। সেই ছয় দল নিয়ে সুপার সিক্সের লড়াই হবে। যেখানে শীর্ষ দুই দল ফাইনালে খেলবে। আর সেই ফাইনালে খেলা দুই দলই নিশ্চিত করবে ওয়ানডে বিশ্বকাপে খেলা।
আগামী ১৮ জুলাই উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে ও নেপাল মুখোমুখি লড়বে। অপর ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ১৯ জুন দ্বিতীয় দিনের খেলায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত। অপর ম্যাচে লড়বে আয়ারল্যান্ড ও ওমান। ২৭ জুন পর্যন্ত গ্রুপের পর্বের সব খেলা চলবে।
বিশ্বকাপ কোয়ালিফায়ারে অংশ নেওয়া দেশগুলোর মধ্য থেকে কেবল ওমান, যুক্তরাষ্ট্র ও নেপালের ওয়ানডে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা নেই। বাকি সাত দেশেরই কোনো না কোনো সময়ের রয়েছে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। এর মধ্যে শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজ আবার শিরোপাও জিতেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post